We are providing Web Design And Development Training Center in Dhaka, Best Web Design And Development Training in Dhaka, Web Design And Development Training Center. it Institute, Web Design and Development Institute, Best Web Design And Development Training in Bangladesh, Farmgate near Nakhalpara, Panthapath, Raza Bazar, Karwan Bazar, Kolabagan, Dhanmondi, Mohammadpur, Lalmatia, Jigatala, New Market, Azimpur, Elephant Road, Shahbag, Moghbazar, Mirpur 1, Mirpur 2, Mirpur 3, Mirpur 4, Mirpur 5, Mirpur 6, Mirpur 7, Mirpur 8, Mirpur 9, Mirpur 10, Mirpur 11, Mirpur 12, Mirpur 13, Rampura, Banasree, Khilgaon, Malibagh, Motijheel, Dhaka Cantonment, Kochukhet, Kafrul, Agargaon, Mirpur, Shyamoli, Kallyanpur, Shaheen Bagh, Mohakhali, Gulshan, Banani, Kakoli, Badda, Kuril, Khilkhet etc. Out Of Country Online Class Available: Australia, Bahrain, Bangladesh, Belgium, Canada, Chile, China, Cyprus, Denmark, Egypt, Finland, France, Germany, India, Indonesia, Iran, Iraq, Ireland, Italy, Japan, Kenya, Korea, Lebanon, Malaysia, Mexico, Micronesia, Nepal, New Zealand, Norway, Oman, Pakistan, Poland, Qatar, Romania, Russia, Singapore, South Sudan, Sri Lanka, Switzerland, Thailand, United Arab Emirates, United Kingdom, USA etc.
প্রথমে একজন ডিজাইনার ওয়েবসাইটির ডিজাইন করে । সাধারনত ফটোশপ দিয়ে ডিজাইটির একটি বাহ্যিক রূপ দেয় । কিন্তু ফটোশপে যেসব টেক্সট ইমেজ ব্যবহার করা হয় সেগুলোত আমরা যেই ব্রাউজার ব্যবহার করি যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি বুঝতে পারবে না । এই ব্রাউজারগুলোকে বোঝানোর জন্য আলাদা কিছু ভাষা আছে যেমন – এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রীপ্ট ইত্যাদি । প্রথমে এইচটিএমএল দিয়ে ফটোশপে যে ডিজাইনটি করা হয় সেটি একটি কাঠামো তৈরি করা হয় । তারপর সিএসএস দিয়ে ফটোশপে যে ডিজাইন করা হয়েছে সেই রকম ডিজাইন করা হয় । জাভাস্ক্রীপট এবং জেকুয়েরি দিয়ে ডিজাইনে বিভিন্ন রকম এডভান্স ফিচার যেমন যোগ করা হয়।এরপর পিএইচপি মাইএসকউএল ইত্যাদি দিয়ে ওয়েব সাইটি ব্যবহার উপযোগী করা হয় ।
আমরা আমাদের ওয়েব সাইট বা সফটওয়্যার দুট ভাবে তৈরি করতে পারি। একটি হলো Static এবং অপরটি হলো Dynamic। আমাদের যেসব ওয়েব বা সফটওয়্যার পেইজের কোন কিছু সংযুক্ত, সম্পাদনা বা বাতিল করতে, মূল কোডে যাওয়া ছাড়া পরিবর্তন করা সম্ভব নয় সেগুলো হলো Static পেইজ। আর যেসব ওয়েব বা সফটওয়্যার পেইজর কোন কিছু সংযুক্ত, সম্পাদনা বা বাতিল করতে মূল কোডে যাওয়া ছাড়া পরিবর্তন করা সম্ভব সেগুলো হলো Dynamic পেইজ। যেমন Facebook এর কথাই ধরুন, আমরা চাইলে Facebook আমাদের Profile, যেকোন Post, Friend যোকোন সময় Add, Edit এবং Delete করতে পারছি। মূলত ওই ওয়েব সাইটটি Dynamic হওয়াতে আমাদের জন্য তা করা সম্ভব হয়েছে। তাই আমাদের কোন ওয়েব সাইট বা সফটওয়্যার তৈরির করার সময় সব কিছু Dynamic হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।
বর্তমান পরিস্থিতি, মন্দা ও বেকারত্তের বাজারে অনলাইন আউটসোর্সিং একটি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার উজ্জল মাধ্যম হিসেবে বিবেচিত। শুধু তাই নয়, প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া মানে বাংলাদেশকে উন্নতির পথে আরো এক ধাপ অগ্রসারিত করা সাথে প্রযুক্তি নির্ভর যুব সমাজকেও। সুতরাং এইখাতে একটি শক্ত ভিত তৈরি ও প্রফেশনাল ক্যারিয়ার গঠনের জন্য “দেশ আইটিতে ” তিন মাসের একটি বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে। কোর্সটিতে প্রথম দুই মাস ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর উপর বেসিক থেকে এডভান্স ট্রেনিং দেওয়া হবে, পরবর্তি এক মাস অনলাইন আউটসোর্সিং এর উপর ট্রেনিং দেওয়া হবে। স্টুডেন্টদের সুবিধার্থে কোর্স দুইটি পরিচালনার জন্য দুইজন দক্ষ ফ্রিলেন্সার দ্বারা ক্লাস নেওয়া হবে। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ও অনলাইন আউটসোর্সিং এর কোর্স মেটেরিয়াল নিন্মে আলোচনা করা হলো-
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ শিখানো হবে- বেসিক থেকে এডভান্স এইচটি এম এল এবং সি এস এস, জাভাস্ক্রিপ্ট, ফটোশপ ওয়েব এলিমেন্টস ডিজাইন, এনিমেটেড ব্যনার ডিজাইন, ডাইনামিক মেনু ডিজাইন, ড্রিমওয়েভার, ডিভিশন ট্যাগ, পিএচপি-মাই এসকিউএল সাথে ওয়েব সিকিউরিটি, সি এস এস ওয়েব টেম্পলেট ডিজাইন, লাইভ প্রজেক্টের উপর কাজ এবং সিপ্যানেলে আপলোড বা ডোমেইন-হোস্টিং।
অনলাইন আউটসোর্সিং এ শিখানো হবে- Odesk.com, Freelancer.com, guru.com এ স্ট্রং প্রফাইল, কাভার লেটার, বিডিং পদ্ধতি, কাজ পাওয়ার পদ্ধতি, বায়ারদের সাথে কমিউনিকেশন, কাজ পাওয়ার পর শেষ করে কিভাবে বায়ারদের একাউন্টে আপলোড করতে হয়, বায়ারদের রিভিউ দেওয়া, ফ্রি মাস্টার কার্ড, অনলাইন ব্যাংকিং পদ্ধতি সহ সকল প্রকার সাজেশন এবং প্রাকটিকেল কাজের সুবিধা দেওয়া হবে। কোর্সের যাবতীয় লেকচার সিট এবং সফ্টওয়ার ফ্রি দেওয়া হয়। কোর্স শেষে লাইফ টাইম হেল্প করার সুবিধা প্রদান করা হয়।
আসলে ক্যারিয়ার হিসেবে ওয়েব ডিজাইনার হতে চাইলে তাকে যে সিএসই ব্যাকগ্রাউন্ড হতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই, এমন অনেক ডিজাইনার রয়েছেন যারা আত্ম প্রণোদিত হয়ে ডিজাইন ও প্রোগ্রামিং স্কীল শিখে এই পেশায় এসেছেন। একজন ওয়েবসাইট ডিজাইনার কে ডিজাইন এর পাশাপাশি টেকনোলজি নিয়েও আগ্রহী হতে হয়, তাছাড়াও ডিজিটাল মিডিয়া কোর্স ও ওয়েব প্রোগ্রামিং বিষয়েও জানা থাকা দরকার । কিছু বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানাও আবশ্যক বিশেষ করে এইচটিএমএল ও সিএসএস। এছাড়াও ধারণা রাখা যেতে পারে এমন কয়েকটি বিষয় হচ্ছেঃ
* HTML,CSS,JS
* জাভা স্ক্রিপ্ট
* জেকুয়েরি
* পিএইচপি
* ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
* ইউজার ইন্টারফেস (ইউ/আই) ডিজাইন ইত্যাদি
our suuport team here for you 24/7
+(88) 02-58156201Start Building Freelancing Career by Getting Training From Smart Outsourcing Solutions Today! for Instant Access? Call us Now! 01537587949